• হোম > NGO > গ্র্যামি পেলেন মিশেল!

গ্র্যামি পেলেন মিশেল!

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০, ১৩:৩৪
  • ৭৪৫

গ্র্যামি পেলেন মিশেল!যুক্টরাস্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী ও সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার লেখা ‘বিকামিং’ দেশটিতে শুধু বেস্ট সেলারই নয় বরং অডিও সংস্করণও রয়েছে। এ বছর সেটি জিতে নিয়েছে গ্র্যামি এ্যাওয়ার্ড। ‘স্পোকেন ওয়ার্ড’ ক্যাটাগরিতে বইয়ের অডিও সংস্করণটি ওই সম্মানটি জিতে নেয়। আর বইয়ের লেখিকার হাতে রবিবারের রাতে গ্র্যামির তারকাখচিত আসরে পুরস্কার তুলে দেয়া হয়। তার সঙ্গে বিকামিং গ্র্যামির ইতিহাসে এমন ক্যাটাগরিতে ফিলানথ্রপিস্ট হিসেবে প্রথম সমাদৃত হলো। মিশেল পেছনে ফেললেন জনপ্রিয় বেস্টি বয়েসের এ্যালবামকে। মিশেলের বইতে লেখা রয়েছে তার জীবন সম্পর্কে নানান ঘটনা। কৃষ্ণাঙ্গ নারী হিসেবে তার যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা। মার্কিন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠিন লড়াইয়ের কথা বইতে রয়েছে। পাশাপাশি, হোয়াইট হাউসের দিনগুলোও বইতে লিপিবদ্ধ করেছেন মিশেল। বিকামিং বইটি এই মুহূর্তে অন্যতম বেস্ট সেলার। বইটির ১৪ লাখ কপি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। এই তথ্য জানিয়েছে প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যান্ডম হাউস। এক নম্বরে থাকা বইয়ের তালিকায় এখনও সবার ওপরে রয়েছে বিকামিং।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/368 ,   Print Date & Time: Sunday, 12 October 2025, 01:55:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh