• হোম > Business > বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্প্রসারণে চীনা খাইশি গ্রুপ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্প্রসারণে চীনা খাইশি গ্রুপ

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১০:০৮
  • ৬৯

---

চীনা বিনিয়োগকারী খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। আজ প্রতিষ্ঠানটি ৪০.০৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই বিনিয়োগে তারা অন্তর্বাস (লিনজেরি) ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং খাইশির পক্ষে চেয়ারম্যান জিয়াও হংজি স্বাক্ষর করেন।

নতুন প্রকল্পের আওতায় বছরে ১ কোটি ৮০ লাখ জোড়া লিনজেরি ও আন্ডারগার্মেন্টস এবং ২ কোটি জোড়া ব্রা ফোম ও ব্রা কাপ উৎপাদন হবে। এতে প্রায় ৩ হাজার ৩ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, মাত্র ১৪ মাস আগে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পর বিনিয়োগ সম্প্রসারণের সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের আস্থার প্রমাণ। তিনি খাইশির অবিচল আস্থার জন্য কৃতজ্ঞতা জানান এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের পথিকৃৎ বিনিয়োগকারী হিসেবে তাদের ভূমিকাকে প্রশংসা করেন।

খাইশি চেয়ারম্যান জিয়াও হংজি কর্মীদের বাসস্থানের অভাবজনিত কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করলেও, বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন।

খাইশির প্রথম প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল ২০২২ সালের নভেম্বরে, যার বিনিয়োগ প্রস্তাব ছিল ৬০.৮৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুনে বাণিজ্যিক উৎপাদন শুরু করে এবং বর্তমানে প্রায় ৩ হাজার ৭০০ শ্রমিক সেখানে কর্মরত। বর্তমানে ঢাকা ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে খাইশির মোট ৬ হাজার শ্রমিক কাজ করছেন।

এ পর্যন্ত খাইশিসহ মোট ৪৫টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ চুক্তি করেছে, যার মধ্যে চারটি ইতোমধ্যেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বেপজা অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্প প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3673 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:24:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh