প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের অংশ হিসেবে আজ সকালে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার পক্ষে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এসময় জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, শিক্ষা, পর্যটন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।