• হোম > ক্রিকেট | খেলা > ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানালেন মুশফিকুর রহিম

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানালেন মুশফিকুর রহিম

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৩:১৫
  • ৬৫

---

হারারে, জিম্বাবুয়ে:
জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে শিরোপা জয় করে জুনিয়র টাইগাররা। এই সাফল্যে জাতীয় দলের সিনিয়র তারকা মুশফিকুর রহিম ভেরিফাইড ফেসবুক পেইজে অভিনন্দন জানিয়েছেন।

গতরাতে হারারেতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাট-বল হাতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। লিগ পর্বে তারা ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জয় পেয়েছে, একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফাইনালে সেই প্রতিপক্ষকেই হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ আরও বাড়িয়ে দেয় আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দলটি।

মুশফিকুর রহিম তার পোস্টে লিখেছেন, “ত্রিদেশীয় সিরিজ জয়ের জন্য আমাদের অনূর্ধ্ব-১৯ ছেলেদের অভিনন্দন। মাশাআল্লাহ।”

ত্রিদেশীয় সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসের সাথেই ফাইনালে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3667 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:52:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh