ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে করা দুদকের পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে পৃথক তিন মামলার বাদী—দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান—সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ আগস্ট তারিখ ধার্য করেছেন।
২০২৪ সালের জানুয়ারি মাসে দুদকের পক্ষ থেকে শেখ হাসিনা, তার সন্তান ও প্রভাবশালী সরকারি কর্মকর্তাদের আসামি করে এই তিন মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে মার্চে প্রতিটি মামলায় অতিরিক্ত কয়েকজনকে যুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
প্রতিটি মামলাতেই অভিযোগ—পূর্বাচল নতুন শহর প্রকল্পের সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও অনিয়ম হয়েছে। আসামিদের মধ্যে আছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও সংশ্লিষ্ট দপ্তরের তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তা, প্রাক্তন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব।
গত ৩১ জুলাই আদালত এই তিন মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।