• হোম > প্রধান সংবাদ > অধ্যাপক ইউনূসকে লাল গালিচায় স্বাগত জানাল মালয়েশিয়া

অধ্যাপক ইউনূসকে লাল গালিচায় স্বাগত জানাল মালয়েশিয়া

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২২:০৮
  • ৪৭

---

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি পৌঁছান।

বিমানবন্দরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে অভ্যর্থনা জানান। এসময় অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রীয় সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আগামী ১২ আগস্ট তিনি পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠক শেষে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া তিনি একটি বিজনেস কনফারেন্সে অংশ নেবেন, ইউকেএম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।

উচ্চপর্যায়ের প্রতিনিধিদলসহ সফররত অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে ১৩ আগস্ট।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3663 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 04:56:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh