• হোম > বাংলাদেশ > ডিএসসিসির ট্যাক্স-বিল বিকাশে পরিশোধের নীতিগত অনুমোদন

ডিএসসিসির ট্যাক্স-বিল বিকাশে পরিশোধের নীতিগত অনুমোদন

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১৮:২৭
  • ৯৩

---

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগরবাসীর ট্যাক্স ও অন্যান্য বিল পরিশোধ আরও সহজ করতে বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারকের নীতিগত অনুমোদন দিয়েছে।

এই সেবা চালু হলে নাগরিকরা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, মার্কেট ভাড়া, সালামি ও অন্যান্য বিল পরিশোধ করতে পারবেন।

সোমবার (১১ আগস্ট) নগর ভবনে প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ডিএসসিসি পরিচালনা কমিটির ৮ম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ২৫ জন সদস্য অংশ নেন।

এছাড়া, নতুন অঞ্চলসমূহ (অঞ্চল-৬ থেকে ১০) এর জন্য একটি করে নতুন কবরস্থান নির্মাণের প্রস্তাবও পাশ হয়। সভায় ডিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3649 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 10:28:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh