ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগরবাসীর ট্যাক্স ও অন্যান্য বিল পরিশোধ আরও সহজ করতে বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারকের নীতিগত অনুমোদন দিয়েছে।
এই সেবা চালু হলে নাগরিকরা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, মার্কেট ভাড়া, সালামি ও অন্যান্য বিল পরিশোধ করতে পারবেন।
সোমবার (১১ আগস্ট) নগর ভবনে প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ডিএসসিসি পরিচালনা কমিটির ৮ম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ২৫ জন সদস্য অংশ নেন।
এছাড়া, নতুন অঞ্চলসমূহ (অঞ্চল-৬ থেকে ১০) এর জন্য একটি করে নতুন কবরস্থান নির্মাণের প্রস্তাবও পাশ হয়। সভায় ডিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।