ফ্রান্সের দক্ষিণাঞ্চলে কয়েকদিন ধরে চলা ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপক কর্মীরা। তবে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক বাতাসের কারণে নতুন করে আগুন লাগার আশঙ্কা রয়ে গেছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
ভূমধ্যসাগরীয় অঞ্চলের অড বিভাগে দাবানলে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে ১৬ হাজার হেক্টর বনভূমি ও ঝোপঝাড় পুড়ে গেছে—যা গত ৫০ বছরের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে বড় দাবানল।
আগুন নেভাতে প্রায় ১ হাজার ৩০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়। ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস তাদের কাজে চ্যালেঞ্জ তৈরি করে। এখন পর্যন্ত ৩৬টি বাড়ি ও ২০টিরও বেশি কৃষিকাজের শেড ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও বিপদ পুরোপুরি কেটে যায়নি। আগামী দিনে কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে মেটিও ফ্রান্স।