• হোম > প্রধান সংবাদ > মালয়েশিয়ার সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১৫:২৮
  • ৬৬

---

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আজ সোমবার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে প্রফেসর ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3636 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 01:09:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh