• হোম > বাংলাদেশ > ১২ আগস্ট থেকে বাজারে ১০০ টাকার নতুন নোট

১২ আগস্ট থেকে বাজারে ১০০ টাকার নতুন নোট

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২১:০১
  • ৭৯

---

বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে, আগামী ১২ আগস্ট থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়া হবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন সিরিজের সকল মূল্যমানের নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলন হয়েছে।

উদ্যোগের ধারাবাহিকতায় গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নকশার ১০০ টাকার নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য শাখা থেকেও বাজারে ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশার ১০০ টাকার নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য বিনিময়যোগ্য নয় এমন স্পেসিমেন নোটও ছাপানো হয়েছে, যা রাজধানীর মিরপুরে অবস্থিত মুদ্রা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3622 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:03:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh