• হোম > অর্থনীতি > জিরো রিটার্ন দাখিলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড

জিরো রিটার্ন দাখিলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১৭:২০
  • ৪৩

---

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সতর্ক করেছে যে, ‘জিরো রিটার্ন’ বা শূন্য কর দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ। এতে করদাতা সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

রবিবার (১০ আগস্ট) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যে করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় শূন্য দেখিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। কিন্তু আয়কর আইন অনুযায়ী এ ধরনের ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনো বিধান নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের অবশ্যই প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে। মিথ্যা বা অসত্য তথ্য দিলে আয়কর আইনের ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

যাদের আয় করযোগ্য সীমার নিচে, তাদের কর দিতে না হলেও সঠিক তথ্যসহ রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। করযোগ্য আয় না থাকলেও শূন্য রিটার্ন দাখিল করা যাবে না।

এনবিআর করদাতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর পরামর্শ এড়িয়ে সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে, যাতে আইনি জটিলতা এড়ানো যায় এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখা যায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3608 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 08:29:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh