গত আট বছর ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত সব চিকিৎসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “সন্তান হিসেবে আমি যা করতে পারিনি, ওই চিকিৎসকরা তা করেছেন।”
সংক্ষিপ্ত সংবাদ:
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অধ্যাপক ডা. এ. টি. এম. ফরিদ উদ্দিনের নেতৃত্বে একটি চিকিৎসক দল গত আট বছর ধরে খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক কারণে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার পাশে থাকতে না পারলেও চিকিৎসকরা সন্তানের চেয়েও বেশি দায়িত্ব পালন করেছেন।
এসময় রাজনৈতিক নিপীড়নের শিকার নেতাকর্মী ও সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য ড্যাব সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।