• হোম > বাংলাদেশ > তরুণদের উন্নয়নে সরকার কাজ করছে: আসিফ মাহমুদ

তরুণদের উন্নয়নে সরকার কাজ করছে: আসিফ মাহমুদ

  • শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১৫:১০
  • ৫৯

---

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এজন্য উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং যুব ঋণ নীতিমালাকে যুগোপযোগী করা হচ্ছে।

শনিবার নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম সরাসরি এবং ১০টি জেলার ১৩টি উপজেলা মিনি স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধনের পর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ জানান, তরুণদের বেকারত্ব দূর ও কর্মসংস্থান তৈরিতে আধুনিক প্রযুক্তি ও এআই-ভিত্তিক প্রশিক্ষণ চালু করা হয়েছে। উদ্যোক্তাদের সহযোগিতা ও টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিডা এবং আইসিটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এ লক্ষ্যে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে দেড়শ’টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে নির্মাণ সম্পন্ন হবে। এসব স্টেডিয়ামের পরিচর্যা ও সক্রিয় ব্যবহারে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এবং নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বক্তব্য রাখেন।

পরে উপদেষ্টা নাটোর সার্কিট হাউজে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়িত প্রকল্পগুলোর ভার্চুয়াল উদ্বোধন করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3576 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 11:08:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh