• হোম > ইউরোপ | বিদেশ > ইঁদুরের জন্য সেতু, খরচ ৯০ লাখ টাকা!

ইঁদুরের জন্য সেতু, খরচ ৯০ লাখ টাকা!

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০, ০১:১৭
  • ৮৪৭

ইঁদুরের সেতু

ইঁদুরের গল্পের জন্য বিখ্যাত দেশ হিসেবে পরিচিত জার্মানি। এর প্রমাণ হ্যামিলিনের বাঁশিওয়ালার ঘটনা, যা হয়তো সবার জানা। অনেকে এটিকে গল্প হিসেবে ধরে নেন। কিন্তু অনেক ইতিহাসবিদ বলেছেন, ঘটনাটি সত্যিই ঘটেছিল। হ্যামিলিন ছিল জার্মানির হ্যানোভারের ৩৩ মাইল দক্ষিণের ছোট এক শহর। ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শহরবাসীর আহ্বানে এক রহস্যময় বাঁশিওয়ালা বাঁশির মধুর সুরে শহরের সব ইঁদুরকে আকৃষ্ট করে ওয়েজার নদীতে ফেলে দিয়েছিলেন।
এবার সেই ইঁদুরের সুরক্ষায় সেতু তৈরি করেছে জার্মান কর্তৃপক্ষ। দেশটির পাসাও শহরে একটি বাইপাস সড়ক নির্মাণের ফলে ইঁদুরের বাসস্থানের ক্ষতি হয়েছে। তাই ইঁদুরের কথা বিবেচনা করা বাইপাসের উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।
তবে ব্রিজটি ইঁদুরের ব্যবহারের জন্য কতটা উপযোগী তা নিয়ে বিতর্ক রয়েছে। কেননা, ব্রিজটি ব্যবহার করতে ইঁদুরকে ২৩ ফুট উঁচুতে উঠতে হয়। তারপর ৬৬ ফুট রাস্তা পার হতে হয়। ইঁদুরেরা এমন সেতু কতখানি ব্যবহার করবে তা নিয়ে সন্দেহ পোষণ করেছে জার্মান করদাতাদের সংগঠন বিডিএসটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/354 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:34:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh