নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস একাধিকবার সুন্দরবন ভ্রমণ করে ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে কার্যকর ভূমিকা রেখে পেয়েছেন ‘বাঘবন্ধু’ খেতাব।
প্রথমবার সুন্দরবন ঘুরে দেখার ইচ্ছা প্রকাশের পর তিনি শুধু সফরেই সীমাবদ্ধ থাকেননি; দুইবার ভ্রমণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও বাঘ সংরক্ষণের তহবিল সংগ্রহে সাইকেল চালিয়ে প্রচারণা চালিয়েছেন।
তার এসব কর্মকাণ্ড কেবল আনুষ্ঠানিকতা ছিল না—বাস্তবেই তিনি বাঘ রক্ষায় কাজ করেছেন, যা তাকে বাঘপ্রেমীদের কাছে অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছে।