• হোম > বিদেশ > ইউনানে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের সর্বোচ্চ সহায়তা

ইউনানে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের সর্বোচ্চ সহায়তা

  • শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১৪:৪০
  • ৫৯

---

চীনের ইউনান প্রদেশে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংযুক্ত হাসপাতাল পরিদর্শন করে বাংলাদেশি গণমাধ্যমের ২৩ সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইউনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের উপপরিচালক ওয়াং জিয়ানকুন বলেন, বাংলাদেশি রোগীদের সমস্যাগুলো সম্পর্কে তারা অবগত এবং সমাধানে কাজ চলছে।

প্রতিনিধি দল ভাষাগত প্রতিবন্ধকতা, স্বজনদের আবাসন, ক্রেডিট কার্ড ব্যবহার, লিয়াজোঁ অফিসের প্রয়োজনীয়তা, ফলো-আপ চিকিৎসা, বিল পরিশোধ এবং মরদেহ ফেরত পাঠানোর উচ্চ ব্যয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরে।

বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আবুল কালাম আজাদ মজুমদার চীনে মেডিকেল শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানোর অনুরোধ জানান, যাতে ভবিষ্যতে রোগীদের সহায়তা সহজ হয়।

গত ছয় মাসে কুনমিং হাসপাতালটিতে ৬৭ জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিয়েছেন। পরে স্থানীয় ফরেন অ্যাফেয়ার্স অফিস প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3547 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:02:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh