চট্টগ্রামে রাতভর টানা বৃষ্টির কারণে বায়েজিদ থানার অক্সিজেন ২ নম্বর গেট এলাকায় একটি কালভার্ট ধসে পড়েছে। এতে সড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং অপর পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে পানির তীব্র স্রোতে কালভার্টটি ধসে পড়ে। এতে উভয় পাশে তীব্র যানজট তৈরি হয় এবং জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ে। বিপদসীমার আশঙ্কায় এলাকাটি লাল ফিতায় ঘিরে রাখা হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নাজিরহাটগামী ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে।
সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “জলাবদ্ধতা রোধে আমরা পরিকল্পনা নিয়েছি, কিন্তু বাজেট না থাকায় বাস্তবায়ন থমকে আছে।”
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর সাত্তার অভিযোগ করে বলেন, “কালভার্টটি এক বছর আগে থেকেই দেবে যাচ্ছিল। তৎকালীন সময়ে সিটি করপোরেশন শুধু টিন দিয়ে ঘিরে রেখেছিল, স্থায়ী সমাধান হয়নি।”
চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চান্দগাঁও, চকবাজার, হালিশহর ও আগ্রাবাদে জলাবদ্ধতা দেখা দেয়।
তবে সকাল থেকে বৃষ্টি কিছুটা কমে আসায় কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।