• হোম > প্রধান সংবাদ | বাংলাদেশ > জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা

জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা

  • বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২:৫০
  • ৭৭

---

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ লক্ষ্যে আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। এতে নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেন দ্রুত কার্যক্রম শুরু করে। চিঠিতে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। ওই ভাষণে তিনি রোজার আগেই নির্বাচন আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

চিঠিতে আরও বলা হয়, বিগত ১৫ বছরে নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেই প্রেক্ষাপটে এবারের নির্বাচন যেন একটি ‘মহা-আনন্দের ভোট উৎসব’ হয়ে ওঠে— এ বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। শান্তি, সৌহার্দ্য, অংশগ্রহণ ও আন্তরিকতায় ভরপুর একটি অবিস্মরণীয় নির্বাচন আয়োজনের প্রত্যাশাও এতে প্রকাশ করা হয়।

নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার ওপরও চিঠিতে আলোকপাত করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদানে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে সকল সাংগঠনিক ও প্রশাসনিক প্রস্তুতি অবিলম্বে গ্রহণের অনুরোধ জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3504 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:03:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh