• হোম > Following > বাবর আজম ফিরছেন, এশিয়া কাপের পূর্বাভাস?

বাবর আজম ফিরছেন, এশিয়া কাপের পূর্বাভাস?

  • বুধবার, ৬ আগস্ট ২০২৫, ০০:০০
  • ৬১

---

এশিয়া কাপে ফখরের বদলে টি২০ দলে ফিরতে পারেন বাবর আজম

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন এশিয়া কাপ ২০২৫-কে সামনে রেখে পাকিস্তান টি২০ দলে সাবেক অধিনায়ক বাবর আজমের প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। মূলত ওপেনার ফখর জামানের ইনজুরি পরিস্থিতি তাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, আর সে কারণেই বাবরের দলে ফেরা নিয়ে আলোচনা জোরালো হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি২০ সিরিজের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ফখর জামান। এর ফলে তিনি সিরিজের বাকি টি২০ ও ওয়ানডে ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলেছে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

বোর্ড সূত্র বলছে, ফখরের ইনজুরি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার রিপ্লেসমেন্ট নিয়েও বিকল্প ভাবনা শুরু হয়েছে। যদি ফখর সময়মতো পুরোপুরি ফিট না হন, তাহলে বাবর আজমই সবচেয়ে সম্ভাব্য বিকল্প।

তবে টি২০ স্কোয়াডে ফেরার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচকরা তার সাম্প্রতিক ফর্ম ও ফিটনেসের দিকেই নজর রাখছেন।

এদিকে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে সম্প্রতি এক বৈঠকে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহ অংশ নিয়েছেন বলে জানা গেছে। দল নির্বাচনের আগে এটি বিশেষ তাৎপর্য বহন করে বলেই মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা।

পিসিবি জানিয়েছে, এ মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।

  • গ্রুপ-এ: পাকিস্তান, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত (স্বাগতিক)

  • গ্রুপ-বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং

পাকিস্তানের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে, এবং ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এর সঙ্গে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3470 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 07:50:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh