• হোম > Following | রাজনীতি > “৫ আগস্ট পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ”—ড. আব্দুল মঈন খান

“৫ আগস্ট পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ”—ড. আব্দুল মঈন খান

  • মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৬:৪৩
  • ৭৪

---

ড. আব্দুল মঈন খান বলেন,

“দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই জুলুম-অত্যাচারের পুঞ্জীভূত ক্ষোভ ২০২৪ সালের ৫ আগস্ট রাজপথে ফেটে পড়ে।”

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,

“৫ আগস্ট ছিল ছাত্র-জনতার একসাথে রাজপথে নামার দিন—একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সূচনা।”

সরকারবিরোধী নির্যাতনের চিত্র তুলে ধরে ড. মঈন খান বলেন:বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার পাহাড় তৈরি করা হয়। খালেদা জিয়া ও তারেক রহমানও রেহাই পাননি।

গণতন্ত্রবিহীন রাষ্ট্র:“বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। গণতন্ত্র ছাড়া কোনো সভ্য দেশ টিকে না,”—উল্লেখ করেন মঈন খান।

গণতান্ত্রিক পরিবর্তনের ডাক:

“আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই।”

বিজয় র‌্যালির বিবরণ:

স্থান: নরসিংদী-২ আসনের ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ।

আয়োজক: উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ

উপস্থিত হাজার হাজার নেতাকর্মী—গণআন্দোলনের শক্তি প্রদর্শন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন আরও:

  • আব্দুস সাত্তার – সভাপতি, পলাশ উপজেলা বিএনপি

  • প্রফেসর সাইফুল ইসলাম – সাধারণ সম্পাদক

  • মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন – যুগ্ম সম্পাদক

  • আবুবকর – সাংগঠনিক সম্পাদক

  • অ্যাডভোকেট জসিম উদ্দিন, কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি প্রমুখ।

    “৫ আগস্ট শুধু একটি দিবস নয়, এটি মুক্তির প্রতীক”—এ মন্তব্য করে ড. মঈন খান নতুন প্রজন্মকে আন্দোলনের অগ্রভাগে থাকার আহ্বান জানান।

  •  


    This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3453 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:39:23 PM
    Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
    © 2025 Entrepreneur Bangladesh