ড. আব্দুল মঈন খান বলেন,
“দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই জুলুম-অত্যাচারের পুঞ্জীভূত ক্ষোভ ২০২৪ সালের ৫ আগস্ট রাজপথে ফেটে পড়ে।”
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,
“৫ আগস্ট ছিল ছাত্র-জনতার একসাথে রাজপথে নামার দিন—একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সূচনা।”
সরকারবিরোধী নির্যাতনের চিত্র তুলে ধরে ড. মঈন খান বলেন:বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার পাহাড় তৈরি করা হয়। খালেদা জিয়া ও তারেক রহমানও রেহাই পাননি।
গণতন্ত্রবিহীন রাষ্ট্র:“বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। গণতন্ত্র ছাড়া কোনো সভ্য দেশ টিকে না,”—উল্লেখ করেন মঈন খান।
গণতান্ত্রিক পরিবর্তনের ডাক:
“আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই।”
বিজয় র্যালির বিবরণ:
স্থান: নরসিংদী-২ আসনের ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ।
আয়োজক: উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ
উপস্থিত হাজার হাজার নেতাকর্মী—গণআন্দোলনের শক্তি প্রদর্শন।
র্যালিতে উপস্থিত ছিলেন আরও:
আব্দুস সাত্তার – সভাপতি, পলাশ উপজেলা বিএনপি
প্রফেসর সাইফুল ইসলাম – সাধারণ সম্পাদক
মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন – যুগ্ম সম্পাদক
আবুবকর – সাংগঠনিক সম্পাদক
অ্যাডভোকেট জসিম উদ্দিন, কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি প্রমুখ।
“৫ আগস্ট শুধু একটি দিবস নয়, এটি মুক্তির প্রতীক”—এ মন্তব্য করে ড. মঈন খান নতুন প্রজন্মকে আন্দোলনের অগ্রভাগে থাকার আহ্বান জানান।