• হোম > বাংলাদেশ | রাজনীতি > ৫ ও ৬ আগস্ট ‘ফ্যাসিবাদ পতনের স্মারক’ হিসেবে দেশজুড়ে বিজয় র‍্যালী ঘোষণা বিএনপির

৫ ও ৬ আগস্ট ‘ফ্যাসিবাদ পতনের স্মারক’ হিসেবে দেশজুড়ে বিজয় র‍্যালী ঘোষণা বিএনপির

  • সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৬:১৫
  • ৮২

---

আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী শাসনের পতনের স্মারক’ হিসেবে আগামী ৫ ও ৬ আগস্ট সারাদেশে বিজয় র‌্যালির কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট দেশের সব থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ আগস্ট (বুধবার) বিকেল ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,
“ঢাকাবাসীসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে র‌্যালিতে উপস্থিত থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণজয়কে স্মরণীয় করে তোলার আহ্বান জানাচ্ছি।”

প্রসঙ্গত, ৪ আগস্ট পিরোজপুরে ছাত্রদের বৈষম্যবিরোধী গণআন্দোলনের জয় এবং ছাত্রলীগ ও পুলিশের দমন-পীড়ন প্রতিরোধের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে বিএনপি এই কর্মসূচিকে ‘বিজয়ের র‌্যালি’ হিসেবে ঘোষণা দিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3428 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 07:52:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh