• হোম > ক্রিকেট > জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই স্মিথ

জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই স্মিথ

  • রবিবার, ৩ আগস্ট ২০২৫, ২১:৩৪
  • ৬৫

---

বুলাওয়ে, ৩ আগস্ট:
নিউজিল্যান্ড অল-রাউন্ডার ন্যাথান স্মিথ পেটের পেশীতে চোট পেয়ে ছিটকে গেছেন জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন স্মিথ। এমআরআই স্ক্যানে তার পেশীতে টান ধরা পড়ে, যার ফলে তাকে ২-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তার স্থানে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন অল-রাউন্ডার জাকারি ফোকস।

ফোকস এর আগে নিউজিল্যান্ডের হয়ে ১৩টি টি-টোয়েন্টি ও ১টি ওয়ানডে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৫৭ উইকেট এবং করেছেন ৫৪৪ রান।

প্রথম টেস্টে স্মিথ বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন। ২০ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৪০ রানে গুটিয়ে দেন তিনি। তবে ব্যাটিংয়ে ৭৯ বলে ২২ রান করার পর তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এবং আর ফিল্ডিংয়ে নামেননি।

এছাড়া, পিঠের ইনজুরিতে আক্রান্ত পেসার উইল ও’রুর্কের বিকল্প হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাঁ-হাতি ফাস্ট বোলার বেন লিস্টারকে। যদিও লিস্টার এখনও কোনো টেস্ট খেলেননি, তবে তিনি নিউজিল্যান্ডের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টিতে খেলেছেন।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বৃহস্পতিবার থেকে বুলাওয়েতে শুরু হবে। প্রথম টেস্টে নিউজিল্যান্ড ৯ উইকেটে জিতে সিরিজে ১–০তে এগিয়ে আছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3399 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:10:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh