• হোম > বাংলাদেশ > আগামী মঙ্গলবার বিকেল ৫টায় ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’

আগামী মঙ্গলবার বিকেল ৫টায় ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’

  • রবিবার, ৩ আগস্ট ২০২৫, ২০:৩০
  • ৫০

---

ঢাকা, ৩ আগস্ট ২০২৫:
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।

তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের আলোকে প্রস্তুতকৃত এ ঘোষণাপত্রে দেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ রূপরেখা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে।

উল্লেখ্য, জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থান ও জাতিগত ঐক্যের আবহে এ ঘোষণাপত্রকে অনেকে ঐতিহাসিক দলিল হিসেবে দেখছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3394 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:15:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh