• হোম > চাঁপাইনবাবগঞ্জ > “চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীরা সবাইকে সড়কে নেমে আসার আহ্বান জানান।”

“চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীরা সবাইকে সড়কে নেমে আসার আহ্বান জানান।”

  • রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৫:৩১
  • ৯৭

---

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আজ (৩ আগস্ট) শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। ২০২৪ সালের এই দিনের স্মরণে বিকেল সাড়ে ৩টায় শান্তি মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল সন্ধ্যা ৬টায় বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়।

বাতেন খাঁর মোড়, ওয়ালটন মোড়, বড় ইন্দারা মোড়, কলেজ মোড় ও প্রেস ক্লাব মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। পরে বিশ্বরোড মোড়ে সড়ক অবরোধ করেন তারা। আন্দোলনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

একই দিন শিবগঞ্জ উপজেলার কানসাটেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং গোপালনগর মোড়ে সড়ক অবরোধ করেন। এর ফলে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

আন্দোলনে অংশ নেওয়া মুত্তাসিম বিশ্বাস বলেন, “আমরা ছাত্রসমাজ রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ না হবে, আমরা রাজপথে থাকব।” তিনি সব শ্রেণি-পেশার মানুষকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

পুলিশ এসময় সতর্ক অবস্থানে ছিল, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3388 ,   Print Date & Time: Tuesday, 25 November 2025, 07:14:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh