ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবস স্মরণে ও রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান, শিক্ষাবৃত্তি ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান।
শনিবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার কাশিমপুরে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। তিনি বলেন, “ফেনীর প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় প্রবাসীদের সক্রিয় ভূমিকা ছিল গর্বের বিষয়। দক্ষতা নিয়ে বিদেশে গেলে শুধু সম্মান নয়, আয়ও নিশ্চিত হয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দিদার মিয়া। সঞ্চালনায় ছিলেন ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেটর মোহাম্মদ নাছির উদ্দিন মুন্সী।
অনুষ্ঠানে বক্তব্য দেন:
-
ফেনী ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মাসুদ পারভেজ
-
জাতিসংঘ প্রতিনিধি রুকাইয়া বুলবুল
-
চিফ ইনস্ট্রাক্টর দিদার হোসেন
-
প্রবাসী প্রতিনিধি আরিফ মাহমুদ এরশাদ
-
সাংবাদিক সিদ্দিক আল মামুন
-
ছাত্রনেতা আবদুল কাইয়ুম সোহাগ
অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী চারজন—আনোয়ার হোসেন মিলন, ওমর ফারুক, শাহাদাত হোসেন ও শাহীনা আক্তার আইরিন—কে ‘শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া ৪ জন প্রবাসীকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের চেক এবং ৭ জন প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সহকারী পরিচালক দিদার মিয়া জানান, সরকারের বিভিন্ন দপ্তর প্রবাসীদের সুরক্ষা ও সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বিদেশে যেতে আগ্রহীদের দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।