• হোম > বাংলাদেশ > মেট্রোরেল পিলারে চিত্রাঙ্কনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

মেট্রোরেল পিলারে চিত্রাঙ্কনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

  • শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭:০৮
  • ৬৭

---

ঢাকার মেট্রোরেল পিলারে আঁকা গ্রাফিতির মাধ্যমে দেশের গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল বিজয় সরণি মেট্রোরেল স্টেশন চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “এই গ্রাফিতিগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় আওয়ামী স্বৈরশাসনের দুঃসহ দিনগুলো এবং জনগণের অদম্য প্রতিরোধের গৌরবগাথা। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার এই দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে এই চিত্রকর্মগুলো হবে ইতিহাসের নিরব সাক্ষী।”

উল্লেখ্য, মেট্রোরেলের পিলারজুড়ে আঁকা এসব গ্রাফিতিতে বিগত ১৬ বছরে আওয়ামী শাসনামলে সংঘটিত নিপীড়ন, জনগণের ধারাবাহিক প্রতিরোধ এবং শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সংঘটিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর চিত্র ও বার্তা তুলে ধরা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3372 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:21:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh