• হোম > বাংলাদেশ > ৫ আগস্ট নিয়ে দেশে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট নিয়ে দেশে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৫:৪২
  • ৭৪

---

আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি বা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে শঙ্কার কোনো কারণ নেই।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তারা যদি কোনো অপতৎপরতায় জড়ায়, তাহলে কোনোভাবেই ছাড় পাবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনো গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে—এমন অভিযোগের বিষয়ে কেউ অপরাধে জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের গোপন পরিকল্পনা ও প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, “এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব তথ্য বেরিয়ে আসবে।”

মিডিয়ার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “আপনারা সত্য তুলে ধরছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি গণমাধ্যমগুলোর সুরও এখন অনেকটা নরম হয়ে এসেছে। তারা আর আগের মতো সরব হতে পারছে না।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3368 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:28:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh