• হোম > বাংলাদেশ > জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে প্রকাশিত হবে: উপদেষ্টা মাহফুজ

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে প্রকাশিত হবে: উপদেষ্টা মাহফুজ

  • শনিবার, ২ আগস্ট ২০২৫, ১০:১৮
  • ৯২

---

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই প্রকাশ করা হবে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে জুলাই ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার সম্প্রতি এই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে।

খসড়া ঘোষণাপত্রে মোট ২৬টি দফা রয়েছে। এর প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের অতীতের ঐতিহাসিক ও গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

শেষ পাঁচটি দফায় রয়েছে—গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তা, আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গঠন এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3362 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 02:56:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh