আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ করেছে, যা অন্তর্বর্তী সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। অ্যানাদার সাকসেস অফ ইন্টেরিম গভর্নমেন্ট।”
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হ্রাস করে ২০ শতাংশ নির্ধারণ করেছে। হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।