ই-বাংলাদেশ ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণার প্রেক্ষিতে সৃষ্ট অনিশ্চয়তা বিবেচনায়, ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক নীতিনির্ধারণী সুদের হার ১৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক নীতিনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত জানায় ব্যাংকের মুদ্রানীতিনির্ধারণী কমিটি (কোপম)।
টানা সাতবার সুদের হার বৃদ্ধির পর এটাই প্রথম বিরতি। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দীর্ঘদিন ধরেই উচ্চ সুদের হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিবন্ধক হিসেবে সমালোচনা করে আসছিলেন।
কমিটির এক বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্র কর্তৃক ব্রাজিলের ওপর শুল্ক আরোপ সংক্রান্ত ঘোষণাগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমানে অনিশ্চয়তা বাড়ছে, তাই আমরা সতর্ক অবস্থান নিচ্ছি।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যদিও বিমান, কমলার রস, পাল্প, ব্রাজিল বাদাম, কিছু লোহা, স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্য এই শুল্কের বাইরে রাখা হয়েছে।
ব্রাসিলিয়া থেকে এএফপি জানায়, এই শুল্ককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে বিশ্লেষকরা। অনেকে মনে করছেন, সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসন এই চাপ প্রয়োগ করছে, যিনি বর্তমানে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে বিচারের মুখোমুখি।
বর্তমানে ১৫ শতাংশ ‘সেলিক’ সুদের হার ২০০৬ সালের পর সর্বোচ্চ, যা বিশ্বের অন্যতম উচ্চ সুদের হার। যদিও ব্যাংকটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগের সাত দফা হার বৃদ্ধির পথে হেঁটেছিল, তবে সাম্প্রতিক সময়ে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে, যা সরকারের জনসমর্থনের জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।