• হোম > বাংলাদেশ > কুমিল্লায় জুলাই স্মরণে শহীদ পরিবারকে সম্মাননা ও স্মারক প্রদান

কুমিল্লায় জুলাই স্মরণে শহীদ পরিবারকে সম্মাননা ও স্মারক প্রদান

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪৭
  • ১০৯

---

ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের পরিবার-পরিজনদের প্রতি সম্মান জানিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্মারক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম, কুমিল্লা শাখা। “জুলাই বিপ্লব আলোচনা সভা” শীর্ষক এ আয়োজনে চিকিৎসক সমাজ শহীদদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের কুমিল্লা জেলা সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, আর প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জহিরুল আলমের সঞ্চালনায় ও ডা. মোহাম্মদ শাহ আলমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভার মূল পর্ব শুরু হয়। শহীদদের মা-বাবা ও পরিবারের সদস্যদের সম্মাননার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমতি হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মুজিবুর রহমান, অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, ডা. উম্মে কুলসুম মুনমুন এবং অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম মজুমদার।

অনুষ্ঠানের এক বিশেষ অংশ ছিল ‘জুলাই বিপ্লব’ বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, যেখানে আন্দোলনের প্রেক্ষাপট, শহীদদের জীবন, চিকিৎসাসেবা ও দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়।

এই স্মারক অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লার চিকিৎসক সমাজ শহীদদের স্মরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ইতিহাসকে বুকে ধারণ করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সাহস, আদর্শ ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3350 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:27:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh