• হোম > Following > ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে আন্তর্জাতিক আহ্বান, নেতৃত্বে ফ্রান্সসহ ১৫ দেশ

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে আন্তর্জাতিক আহ্বান, নেতৃত্বে ফ্রান্সসহ ১৫ দেশ

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪:৫৯
  • ৫১

---

ফ্রান্সসহ ১৫টি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক্স বুধবার এ তথ্য জানান।

প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সম্মেলনের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক পোস্টে লেখেন, “নিউইয়র্কে আরও ১৪টি দেশের সঙ্গে ফ্রান্স একত্রে আহ্বান জানিয়েছে—আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা পোষণ করছি এবং যারা এখনো তা করেনি, তাদেরও আমাদের সঙ্গে যোগ দিতে অনুরোধ করছি।”

এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে নতুন করে জোরদার করা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3319 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 11:54:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh