• হোম > এক্সক্লুসিভ | বাংলাদেশ > ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড. আসিফ নজরুল

ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড. আসিফ নজরুল

  • মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ২১:২২
  • ৫২

ড. আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী নৃশংসতা হানাদারদেরও হার মানিয়েছে: ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংসতা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। আমরা ১৯৭১ সালেও দেখিনি, যেখানে গুলি করে মানুষ হত্যা করে মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে—কিন্তু তা ঘটেছে আওয়ামী শাসনামলে।”

মঙ্গলবার ঢাকায় আইন মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা জুলাই গণঅভ্যুত্থানের বিচারকাজে এমন অকাট্য প্রমাণ রেখে যাচ্ছি, যা ভবিষ্যৎ সরকারগুলোর পক্ষে উপেক্ষা করা বা প্রক্রিয়াটি প্রলম্বিত করা অসম্ভব হবে। জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি—ন্যায়বিচার হবেই। বিচার কার্যক্রমে কোনো গাফিলতি নেই, এবং আমরা সঠিক সময়ে তা বাস্তবায়ন করব।”

‘মানবতাবিরোধী অপরাধের বিচার হবেই’

ড. নজরুল বলেন, “জুলাইয়ে আমরা যা দেখেছি, তা কেবল জনগণের সামনে নয়, বরং মহান আল্লাহর কাছেও আমাদের জবাবদিহিতার জায়গা তৈরি করেছে। আহত শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা ও মৃতদেহ পুড়িয়ে ফেলার ঘটনা শুধু বর্বরই নয়, এটি সরাসরি মানবতাবিরোধী অপরাধ।”

তিনি বলেন, “এ ধরনের সহিংসতা এমনকি যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেও দেখা যায়নি। কিন্তু বাংলাদেশে তা ঘটেছে। এ সব ঘটনার বিচার আমরা করবই—এ বিষয়ে আমাদের চেষ্টায় কোনো ঘাটতি নেই।”

‘জুলাই বিপ্লব আমাদের পথ দেখিয়েছে’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, “জুলাই বিপ্লবের নায়করা আমাদের পথ দেখিয়েছেন। শহীদ আবু সাঈদ, ইয়ামিন ও মুগ্ধর মতো তরুণদের আত্মত্যাগ জাতির স্মরণে চিরন্তন হয়ে থাকবে।”

বর্তমান বিচারব্যবস্থার দুর্বলতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “আমি একবার মাথায় ব্যান্ডেজ নিয়ে অ্যাম্বুলেন্সে করে আগাম জামিন নিতে হাইকোর্টে গিয়েছিলাম। তখন বিচারক বলেছিলেন—তিনি আমার চেহারা দেখতে চান না। এটি বিচারব্যবস্থার যে চিত্র, তা পরিবর্তন হওয়া দরকার।”

তিনি আরও বলেন, “আমরা চাই, বিচারব্যবস্থা সঠিকভাবে কাজ করুক—ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াক।”

অন্যান্য বক্তাদের বক্তব্য

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—

  • পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম

  • শহীদ মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান

  • শহীদ ইয়ামিনের পিতা মহিউদ্দিন

তারা সবাই জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ন্যায়বিচার নিশ্চিতে চলমান উদ্যোগের প্রশংসা করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3309 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:30:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh