• হোম > প্রধান সংবাদ | বাংলাদেশ > “ঐকমত্যের বিষয়গুলোকে এখনই চূড়ান্ত রূপ দেওয়া প্রয়োজন” — অধ্যাপক আলী রীয়াজ

“ঐকমত্যের বিষয়গুলোকে এখনই চূড়ান্ত রূপ দেওয়া প্রয়োজন” — অধ্যাপক আলী রীয়াজ

  • মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩:৫৩
  • ৮৯

 ---

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলোকে দ্রুতই চূড়ান্ত রূপ দেওয়া প্রয়োজন।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক রীয়াজ বলেন, “৩১ জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী তিন দিনের মধ্যেই জুলাই সনদকে চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে। এতদিন ধরে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, সেগুলোকে নির্দিষ্ট রূপ দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি।”

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাব ও মতামত বিবেচনায় রেখে একটি সমন্বিত খসড়া প্রস্তুত করা হয়েছে, যা সোমবার ২০তম সভায় অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়েছে।

“প্রাথমিক খসড়ার ওপর আগামীকাল (বুধবার) মধ্যে সংশ্লিষ্ট দলগুলোর মতামত প্রত্যাশা করছি,” বলেন অধ্যাপক রীয়াজ। “আমরা চেষ্টা করছি আজ অথবা কালকের মধ্যেই সংশোধিত খসড়া দলগুলোর হাতে পৌঁছে দিতে।”

প্রতিনিধিদের আন্তরিকতা ও সহনশীলতার প্রশংসা করে তিনি বলেন, “কমিশনের প্রতি রাজনৈতিক নেতাদের সহিষ্ণুতা ও আন্তরিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”

এদিনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশন সূত্র জানিয়েছে, জুলাই সনদ চূড়ান্ত করতে এবং জাতীয় রাজনৈতিক ঐকমত্য নিশ্চিত করতে আগামী কয়েকদিন দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চলবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3275 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:52:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh