• হোম > বাংলাদেশ > ফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আনুষ্ঠানিক আমন্ত্রণ।

ফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আনুষ্ঠানিক আমন্ত্রণ।

  • মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:২৬
  • ১০০

---

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (FII9)-এর নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার।

গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো। অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মেলনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবছর আয়োজিত এ কনফারেন্সে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাজনৈতিক নেতা এবং কর্পোরেট ব্যক্তিত্বরা অংশ নিয়ে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও উন্নয়ন ইস্যুতে মতবিনিময় করেন। গত বছর সম্মেলনে প্রায় সাড়ে আট হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন।

বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান। দুই দেশের সুবিধাজনক সময়ে এই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3273 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:04:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh