রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় মাহিয়া তাসনিম (১৫)। তার মৃত্যুতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
এর আগে, আজ দুপুর ১টা ৫২ মিনিটে মৃত্যু হয় মাহতাব রহমান (১৫) নামে আরও এক শিক্ষার্থীর, যিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়তেন। শরীরের ৮৫ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনায় আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১ জন। এর মধ্যে ৪২ জন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ৮ জন সিএমএইচে এবং ১ জন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে।
৩১ জন মৃতের মধ্যে ১৩ জন মারা গেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ১৫ জন সিএমএইচে, ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ১ জন লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং ১ জন ইউনাইটেড হাসপাতালে।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী ও শিশু।