• হোম > বাংলাদেশ | বিদেশ | রাজনীতি > যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা নয়, জটিলতা এখন ভূরাজনৈতিক শর্তে

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা নয়, জটিলতা এখন ভূরাজনৈতিক শর্তে

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১৭:০৬
  • ১১৮

যুক্তরাষ্ট্রের কাস্টমস চেকপয়েন্টে পণ্যবাহী একটি কনটেইনার, যার ভেতরে ‘Made in Bangladesh’ চিহ্নিত রপ্তানি কার্টন—শুল্ক আলোচনা ও রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে।

চীনের প্রভাব ঠেকাতে ঢাকায় বাড়ছে মার্কিন চাপ, সামরিক পণ্য ও নিষেধাজ্ঞা মেনে চলার শর্ত আলোচনায়

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যসংশ্লিষ্ট বিষয়ে মোটামুটি সমঝোতা হলেও মূল আলোচনা আটকে আছে বাণিজ্যের বাইরের কিছু স্পর্শকাতর ও কৌশলগত বিষয়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে তৃতীয় দফা বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন যাচ্ছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপনীয়তা চুক্তি (Non-Disclosure Agreement) থাকায় সরকারি কর্মকর্তারা এসব বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করছেন না। তবে একাধিক ব্যবসায়ী নেতা জানিয়েছেন, আলোচনা কেবল শুল্ক নিয়ে সীমাবদ্ধ নেই, বরং এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশলও কাজ করছে।

শুল্কের চাপ এবং দর–কষাকষির সময়সীমা
গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের রপ্তানি পণ্যে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। যদিও এই শুল্ক কার্যকরের তারিখ ৯ জুলাই থেকে পিছিয়ে ১ আগস্ট করা হয়েছে। এর মধ্যে সফল দর–কষাকষি করতে পারলে শুল্ক হার হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৯–১১ জুলাই ওয়াশিংটনে আলোচনা শেষে দেশে ফিরে আসে। তিনি বলেন,
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ছিল উৎসাহব্যঞ্জক ও হৃদ্যতাপূর্ণ। তৃতীয় দফার আলোচনা খুব শিগগির হবে। আমাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে।

যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক চাওয়া কী?
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী নেতা জানান, যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ যেন চীনের সঙ্গে অতিরিক্ত ব্যবসায়িক ঘনিষ্ঠতা না বাড়ায়। বিশেষ করে সামরিক ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার অনুরোধ এসেছে।

আলোচনায় থাকা কিছু মূল শর্ত হলো:
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুযায়ী: যদি যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে।
শুল্কমুক্ত সুবিধা একচেটিয়া থাকবে: যুক্তরাষ্ট্রকে দেওয়া শুল্কমুক্ত সুবিধা অন্য কোনো দেশকে দেওয়া যাবে না।
সামরিক আমদানিতে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার: চীন থেকে সামরিক পণ্য আমদানি কমাতে হবে এবং যুক্তরাষ্ট্রের পণ্যকে প্রাধান্য দিতে হবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় রপ্তানি বাজার
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮৬৯ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা মোট রপ্তানির ১৮ শতাংশেরও বেশি। এর মধ্যে তৈরি পোশাকের অংশ ৮৫ শতাংশেরও বেশি। এছাড়া রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে চামড়ার জুতা, টুপি, হোম টেক্সটাইল, পরচুলা ইত্যাদি।

বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান বলেন,
“ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক হয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের প্রস্তুতিও চলছে। সবদিক থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ১ আগস্টের আগেই দেশের জন্য একটি ইতিবাচক ফল আসবে বলে আমরা আশাবাদী।”

রাজনৈতিক ঐকমত্যের আহ্বান বিএনপির
এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন,
“যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক নিয়ে আলোচনাকে আরও শক্তিশালী করতে হবে। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ পদক্ষেপ জরুরি। আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, যাতে ব্যবসায়ীদের মতামতগুলো উপস্থাপন করা যায়।”

বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:

মাহবুবুর রহমান (আইসিসি বাংলাদেশ)
তপন চৌধুরী (বিটিএমএ সাবেক সভাপতি)
এ কে আজাদ (এফবিসিসিআই সাবেক সভাপতি)
মাহমুদ হাসান খান (বিজিএমইএ সভাপতি)
মোহাম্মদ হাতেম (বিকেএমইএ সভাপতি)
আহসান খান চৌধুরী (প্রাণ-আরএফএল চেয়ারম্যান)
কামরান টি রহমান (এমসিসিআই সভাপতি)
সৈয়দ নাসিম মঞ্জুর (এলএফএমইএবি সভাপতি)

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন,
“আমরা বলেছি, বিএনপির রাজনৈতিকভাবে যা করণীয় আছে, তারা যেন তা বিবেচনায় নেয়। ভারত বা ভিয়েতনামের সমপর্যায়ের শুল্ক থাকলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা ধরে রাখা সম্ভব।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3149 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:22:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh