• হোম > এক্সক্লুসিভ | ডিজিটাল লাইফ | ফিনান্সিয়াল-ইনক্লুশন > গ্রামীণ টেলিকমের ‘সমাধান’ পেল ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি

গ্রামীণ টেলিকমের ‘সমাধান’ পেল ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি

  • বুধবার, ৪ জুন ২০২৫, ১৮:৩২
  • ১০৬

গ্রামীণ টেলিকম  অফিস

ডিজিটাল ওয়ালেট সেবা চালু করতে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) লাইসেন্স পেল গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড। ২ জুন, ২০২৫ তারিখে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ অনুযায়ী এই লাইসেন্সটি ইস্যু করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৫(৪) অনুযায়ী শর্তসাপেক্ষে সমাধান সার্ভিসেস লিমিটেডকে দেশের অভ্যন্তরে PSP হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হলো।

PSP লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো ডিজিটাল ওয়ালেট সেবা দিতে পারে, যার মাধ্যমে গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড বা অন্যান্য আর্থিক সেবা সংযুক্ত করে অনলাইনে কেনাকাটা বা বিল পরিশোধ করতে পারেন। এতে নগদ অর্থ বা কার্ড বহন না করেও আর্থিক লেনদেন সম্ভব হয়।

এর আগে দেশে আটটি প্রতিষ্ঠান PSP লাইসেন্স পেয়েছিল, যেমন: আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ, রিকারশন ফিনটেক ইত্যাদি। সমাধান সার্ভিসেস-এর মাধ্যমে এখন PSP লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো নয়টিতে।

সমাধান সার্ভিসেস লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট-এর অধীনে, যেটির প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একসময় তিনি এই ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মো. আশরাফুল হাসান, যিনি সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও রয়েছেন।

এই অনুমোদনের ফলে এখন ‘সমাধান’ ব্র্যান্ড নামে তাদের নিজস্ব ডিজিটাল ওয়ালেট সেবা চালু করতে পারবে প্রতিষ্ঠানটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3094 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 01:03:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh