• হোম > এন্টারপ্রেনার > বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হোসনে আরা নূরী নওরীন

বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হোসনে আরা নূরী নওরীন

  • শনিবার, ৩১ মে ২০২৫, ১৮:০৩
  • ১০৯

 ---

নিজস্ব প্রতিবেদক:

নারী নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উদ্যোক্তা উন্নয়নে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ হোসনে আরা নূরী নওরীন অর্জন করেছেন “গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর – গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫”-এর ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতি বছর বাংলাদেশের কর্পোরেট ও উদ্যোক্তা জগতে গুণী ও প্রভাবশালী ব্যক্তিত্বদের স্বীকৃতি দিয়ে থাকে।

উল্লেখ্য, হোসনে আরা নূরী নওরীন ‘নওরীনস মিরর’ এবং ‘জামদানি এক্সপ্রেস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। এই দুটি ব্র্যান্ডের মাধ্যমে তিনি নারীর ফ্যাশন ও বাঙালির গর্ব জামদানিকে আধুনিকতার ছোঁয়ায় বিশ্ববাজারে তুলে ধরেছেন। তাঁর গঠন করা ‘জামদানি ডেভেলপমেন্ট সেন্টার (জেডিডিসি)’ বর্তমানে জামদানি শিল্পে নতুন উদ্যোক্তা সৃষ্টি, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

পুরস্কার গ্রহণ করে নওরীন বলেন, “এই স্বীকৃতি কেবল আমার নয়; এটি আমার পুরো টিম, আমার কারিগর ভাইবোনদের এবং দেশের সেই প্রতিটি নারীর, যারা প্রতিদিন সংগ্রাম করে নিজেদের স্বপ্ন নির্মাণ করে চলেছেন।”

নেতৃত্বের ভূমিকায় হোসনে আরা নূরী নওরীন:

প্রতিষ্ঠাতা ও সিইও – নওরীনস মিরর ও জামদানি এক্সপ্রেস

প্রতিষ্ঠাতা – জামদানি ডেভেলপমেন্ট সেন্টার (জেডিডিসি)

যুগ্ম সম্পাদক (নারী বিষয়ক) – CCJAA

সাবেক সহ-সভাপতি (সদস্য ও কর্পোরেট অ্যাফেয়ার্স) – e-CAB

এই অর্জনের মধ্য দিয়ে হোসনে আরা নূরী নওরীন শুধু একজন সফল নারী উদ্যোক্তাই নন, বরং তিনি হয়ে উঠেছেন এক অনুকরণীয় পথপ্রদর্শক—যিনি দেখিয়ে দিয়েছেন, ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও হতে পারে একটি শক্তিশালী আন্দোলনের অংশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3082 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:36:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh