• হোম > এক্সক্লুসিভ | লালমনিরহাট > লালমনিরহাটের একাধিক সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুশইন, বিজিবির বাঁধা।

লালমনিরহাটের একাধিক সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুশইন, বিজিবির বাঁধা।

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ২১:১২
  • ১৪১

ইবি ডেস্ক

কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের তিন উপজেলার পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৫৭ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভূখন্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাঁধায় তারা এখন অবস্থান করছে কাঁটাতারের বেড়ার এপারের ভারতীয় অংশে। এ ঘটনায় সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে।
বিজিবি জানায়, বুধবার ভোরের দিকে আদিতমারীর দূর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে হাতীবান্ধার বনচৌকি পাটগ্রামের আমবাড়ি, পঁচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে একযোগে বাংলাদেশ ভূখন্ডে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাঁধায় তা ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে উভয় বাহিনী। ফলে পুশইনের শিকার লোকজন ভোর থেকে অবস্থান করছে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে। বিভিন্ন সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নিয়েছে।

বিজিবি জানিয়েছে, কাঁটাতারের বেড়ার গেট খুলে এপারে পাঠানো লোকজন ভারতের আসামের বাসীন্দা। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3080 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 09:27:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh