• হোম > Following | এক্সক্লুসিভ | ঢাকা > শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে আতাউর রহমান ফাউন্ডেশন ও নাজির ইনান ফাউন্ডেশন।

শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে আতাউর রহমান ফাউন্ডেশন ও নাজির ইনান ফাউন্ডেশন।

  • শনিবার, ১৭ মে ২০২৫, ১৪:৫১
  • ২০১

স্টাফ রিপোর্টার:

---

জান্নাতের উৎসব, সালাতের  উৎসব ” প্রতিপাদ্য নিয়ে আকিমুস সালাহ্ পুরস্কার বিতরণী  ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মিরপুর পল্লবীর শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ এর প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা মসজিদের সভাপতি এন এম আইনুল রহমান (পাভেল) সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ১২ বছরের নিচে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । এতে অংশগ্রহণ করে। ১০০ জন শিক্ষার্থী এদের মধ্যে ৩৫ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ৩৫টি বাইসাইকেল, ৪০ জনকে দেওয়া হয় হয় ডিনার সেট এবং অন্যান্য অংশগ্রহণকারীদের কে দেওয়া হয় ইসলামিক বই, ক্রেস্ট ও সার্টিফিকেট। অনুষ্ঠানে আয়োজনের ছিলেন আতাউর রহমান ফাউন্ডেশন ও নাজির ইনান ফাউন্ডেশন অনুষ্ঠানে অতিথি আলোচকদের মধ্যে ছিলেন, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক (উত্তর) আমিনুল হক, যুগ্ন আহবায়ক (উত্তর) মাহবুবুল আলম মন্টু , উত্তর আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ মোল্লা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ কামরুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল শাহ আলম, উইং কমান্ডার(অবসরপ্রাপ্ত) শহিদুল, পল্লবী থানার জামায়াতের আমির মাওলানা সাইফুল কাদের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমূখ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3040 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:19:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh