• হোম > অর্থনীতি | এক্সক্লুসিভ | প্রধান সংবাদ > বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স হংকং আজ ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স হংকং আজ ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২, ২০:০০
  • ১০৩৯

---

এন্টারপ্রেনার বাংলাদেশ

বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স হংকং আজ ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো হংকংয়ের পাঁচ তারকা হোটেল মার্কোপলোতে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি দেওয়ান সাইফুল আলম মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকংয়ের বানিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী অ্যালগারনন ইয়াও। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিলর ভিনসেন্ট চ্যাং এবং বাংলাদেশ কনস্যুলেট হংকংয়ের ভিসা কনস্যাল জনাব মোঃ মারজুক ইসলাম। প্রায় শতাধিক বাংলাদেশী এবং হংকংয়ের ব্যাবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ভাবে শেষ হয়।

অনুষ্ঠানে দেওয়ান সাইফুল আলম মাসুদ বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বিভিন্ন ডাটা তুলে ধরেন এবং বাংলাদেশে ইনভেস্টমেন্টের সমূহ সম্ভাবনার কথা বলেন। এছাড়াও চেম্বারের ভবিষ্যত পরিকল্পনা গুলো তুলে ধরেন।

প্রধান অতিথির ভাষণে হংকংয়ের অর্থ মন্ত্রী বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রমের প্রশংসা করেন। উনি ভবিষ্যতেও বাংলাদেশ চেম্বার হংকং ও বাংলাদেশের মধ্যে ব্যবসা এবং সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও হংকং এবং গ্রেটার বে এলাকায় বাংলাদেশী ব্যবসায়ীরা ব্যাবসা সম্প্রসারণের জন্য আহবান জানান।

বিশেষ অতিথির ভাষণে লেজিসলেটিভ কাউন্সিলর ভিনসেন্ট মেট্রোপলিটন চেম্বার হংকংয়ের সাথে বাংলাদেশের ব্যবসা উন্নয়নে সেতুবন্ধন হিসাবে কাজ করছে। তিনি বাংলাদেশের দ্রুত উন্নয়নের ভুয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনস্যাল মোঃ মারজুক ইসলাম, কনস্যাল জেনারেল মিসেস ইশরাত আরার লিখিত বক্তব্য পড়ে শোনান। কনস্যাল জেনারেল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচক নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশে হংকংয়ের ব্যাবসায়ীদের ইনভেস্ট করার জন্য আহবান জানান।

চেম্বারের জেনারেল সেক্রেটারি জনাব আবেদিন রাশিদুল অনুষ্ঠানটি সফলতার জন্য সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চেম্বারের ভবিষ্যত কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতার আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হংকং জেনারেল চেম্বার অব কমার্সের এশিয়া আফ্রিকা কমিটির চেয়ারম্যান জনাথন ল্যামপোর্ট, হংকংয়ের ফিলিপাইন কনস্যুলেটের ভাইস কনস্যাল রবার্টো মাবালট, হংকংয়ের ডিস্টিক্ট কাউন্সিলর ডেরেক হুং।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2819 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 01:25:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh