• হোম > খেলা | ফিচার > অস্ট্রেলিয়ার রঙিন জার্সিতে ফিরলেন ম্যাক্সওয়েল-মিচেল মার্শ

অস্ট্রেলিয়ার রঙিন জার্সিতে ফিরলেন ম্যাক্সওয়েল-মিচেল মার্শ

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০, ১৮:২২
  • ৯০৩

অস্ট্রেলিয়ার রঙিন জার্সিতে ফিরলেন

মার্শমানসিক অবসাদে আন্তর্জাপতিক ক্রিকেট থেকে স্বেচ্ছায় বিশ্রামে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশ টি-টোয়েন্টি দিয়ে ২২ গজে ফেরা এই ব্যাটসম্যান ফিরলেন অস্ট্রেলিয়া দলেও। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন তিনি। তার সঙ্গে দুই সংস্করণেই ফিরেছেন মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড।অস্ট্রেলিয়ান সামারের শুরুতে ক্রিকেট থেকে সরে দাঁড়ান ম্যাক্সওয়েল। পরে ভারত সফরেও যাওয়া হয়নি তার। তবে বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক হিসেবে দুর্দান্ত সময় কাটিয়ে নিজের প্রস্তুতি সেরেছেন তিনি। তারই পুরস্কার হিসেবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ম্যাক্সওয়েল।

তবে জায়গা হয়নি তার মেলবোর্ন সতীর্থ মার্কাস স্টোইনিসের। বিগ ব্যাশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও উপেক্ষিত তিনি। কারণ এবারের বিগ ব্যাশে তিনি ব্যাট করেছেন টপ অর্ডারে। অস্ট্রেলিয়ার উপরের পজিশন নির্ধারণ হয়েই আছে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথের জন্য। যদিও ঘোষিত স্কোয়াডে কেউ চোটে পড়লে সুযোগ মিলতে পারে স্ট্যান্ডবাই হিসেবে থাকা স্টোইনিসের।

নতুন নির্বাচক কমিটিতে যোগ দিয়েছেন জর্জ বেইলি। তিনি টি-টোয়েন্টি দলে ফিরিয়েছেন হোবার্ট হ্যারিকেনসের সতীর্থ ওয়েডকে। টেস্ট ক্রিকেট দিয়ে নিয়মিত অস্ট্রেলিয়া দলে খেলা এই ব্যাটসম্যান এবার রঙিন জার্সিতে ফেরার অপেক্ষায়।

ফিরেছেন মিচেল মার্শও। এবারের শেফিল্ড শিল্ড মৌসুমের শুরুর দিকে দেয়ালে ঘুষি মেরে হাত ভেঙে ফেলার পর থেকে জাতীয় দলের বাইরে তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজের স্কোয়াডেই আছেন এই অলরাউন্ডার। তবে ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন অ্যাশটন টার্নার ও পিটার হ্যান্ডসকম্ব। দুজনই ছিলেন ভারত সফরের দলে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/276 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 09:28:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh