• হোম > এক্সক্লুসিভ | প্রধান সংবাদ > মহান রুশ কবি আলেকজান্ডার পুশকিনের ২২৩তম জন্মবার্ষিকী পালন

মহান রুশ কবি আলেকজান্ডার পুশকিনের ২২৩তম জন্মবার্ষিকী পালন

  • বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১২:০১
  • ৯৬৫

আলেকজান্ডার পুশকিনের ২২৩তম জন্মবার্ষিকী পালন।

মহান রুশ কবি আলেকজান্ডার পুশকিনের ২২৩তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উপলক্ষে ঢাকায় রাশিয়ান হাউসের পক্ষ থেকে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে পুশকিনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান। শ্রদ্ধা নিবেদনের সময় দেশবাসী অ্যাসোসিয়েশন “রোডিনা”র সদস্যরা , ঢাকার রাশিয়ান হাউসের ভাষা কোর্সের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক জনাব ম্যাক্সিম দোব্রোখোতভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ রুশ কবি এবং আধুনিক রুশ ভাষার জনক আলেকজান্ডার পুশকিনের জীবন ও সাহিত্য এবং বাংলায় তাঁর প্রভাব নিয়ে আলোচনা করেন। সাহিত্য আলোচনা শেষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (SAAB)-এর ডাক্তার মমতাজ রহমান ও সৈয়দা জলি রুশ ও বাংলা ভাষায় পুশকিনের কবিতা আবৃত্তি করেন।

নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে (RPSU) একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সভাপতিত্ব করেন RPSU-এর উপাচার্য ড. মণীন্দ্র কুমার রায়। ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক সকল অতিথিকে স্বাগত জানিয়ে বলেন যে, একই সাথে সারা বিশ্ব পুশকিনের বার্ষিকী এবং আন্তর্জাতিক রাশিয়ান ভাষা দিবস উদযাপন করছে। বাংলাদেশস্থ রুশ দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর মিসেস একেতেরিনা সেমেনোভা রাশিয়ান ও বিশ্বসাহিত্যের উন্নয়নে পুশকিনের অবদানের কথা উল্লেখ করেন, পুশকিনের ঐতিহ্যের প্রতি যত্নশীল মনোভাবের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RPSU-এর মাননীয় চেয়ারম্যান জনাব রাজীব প্রসাদ সাহা এবং আলেকজান্ডার পুশকিনের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কুবান স্টেট ইউনিভার্সিটি (ক্রাসনোদর) থেকে ফিলোলজি অনুষদের স্নাতক, আজকের পত্রিকার উপ-সম্পাদক জনাব জাহীদ রেজা নূর। “রোদিনা” এবং SAAB-এর সদস্যরা রাশিয়ান এবং বাংলা ভাষায় ছোট নাটক, কবিতা এবং গান পরিবেশন করেন, এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুশকিনের জীবনের উপর একটি ভিডিও উপস্থাপনাও দেখানো হয়েছিল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ উপলক্ষে “বিশ্বসাহিত্য পরিক্রমা: রুশ সাহিত্য” শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখক ডঃ মাসুদুজ্জামান। সোভিয়েত ইউনিভার্সিটির স্নাতক জনাব জাহীদ রেজা নূরও আলোচনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
ওয়েবিনার লিঙ্ক: https://www.youtube.com/watch?v=3aqQf9VrXcc


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2755 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:14:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh