• হোম > এক্সক্লুসিভ | এস এম ই | ওমেন এন্টারপ্রেনার > সেমিনার : স্বাধীনতার ৫০ বছর : ক্ষমতায়নের পথে নারীর অদম্য যাত্রা।

সেমিনার : স্বাধীনতার ৫০ বছর : ক্ষমতায়নের পথে নারীর অদম্য যাত্রা।

  • শনিবার, ১৯ মার্চ ২০২২, ০২:৪০
  • ৭১৫

রিজিয়া পারভিন

সাধারণ চোখে দেখলে অস্বীকার করার উপায় নেই গত ৫০ বছরে বাংলাদেশের নারীরা অসাধারণ এবং বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে৷

যদিও ৫০ বছরের এই দীর্ঘ পথ পরিক্রমায় নারীদের চলার পথটি মোটেও মসৃণ ছিল না৷

হাজারো বাঁধা নিষেধের দেয়াল ভেঙে, ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে, শাসন বারণের পাহাড় ডিঙিয়ে, অপমান ও বঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ করে, নিপীড়ণ নির্যাতনকে তুচ্ছ করে নারীরা অদম্য শক্তিতে বেরিয়ে এসেছে৷ ৫০ বছর আগের সেই প্রান্তিক- অক্ষম- অবলা- অশিক্ষিত- পরনির্ভরশীল- লাজুক এবং অন্ধকারে ডুবে থাকা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তকমা ছুঁড়ে ফেলে অনেকাংশেই নারী নিজেকে প্রতিষ্ঠিত করেছে মূলধারায়৷ আপন শক্তিতে বলীয়ান নারী নিজে ঘরের চৌহদ্দি পেরিয়ে নিজেকে নতুন ভাবে নির্মাণ করেছে, বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ রেখেছে নিজের সক্ষমতার৷

নারীদিবসকে সামনে রেখে “ক্ষমতায়নের পথে নারীর অদম্য যাত্রা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় বাগেরহাটে।

সভাপতিত্ব করেন, রিজিয়া পারভিন, মহিলা ভাইস চেয়ারম্যান, বাগেরহাট।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বাবুল ইসলাম, চেয়ারম্যান, এন্টারপ্রেনার বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নাসিমুল বারী তালুকদার, ইউকে প্রবাসী। মীর্জা মোর্শেদ মিলন, সদস্য, সেন্ট্রাল কমিটি, বাংলাদেশ স্বেচ্ছা সেবক লীগ।
ও আখতার হোসেন আতা, সভাপতি, স্পেন আওয়ামীলীগ।

সঞ্চালনা ও প্রধান আলোচক ছিলেন জাহিদুজ্জামান সাঈদ, এডিটর- ইন - চিফ, Entrepreneur Bangladesh.


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2729 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:47:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh