• হোম > অর্থনীতি | এক্সক্লুসিভ | এস এম ই | ডিজিটাল লাইফ > ডিজিটাল কোরবানি পশুর হাট বিষয়ে নির্দেশিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

ডিজিটাল কোরবানি পশুর হাট বিষয়ে নির্দেশিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

  • শুক্রবার, ২ জুলাই ২০২১, ০০:০৫
  • ১৫৮৮

---

জাহাঙ্গীর আলম শোভন,
জেনারেল ম্যানেজার
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)

গতকাল ৩০ জুন ২০২১ইং, ডিজিটাল কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক একটি নির্দেশিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ডব্লিও টিও সেল এর ডিজি হাফিজুর রহমান স্বাক্ষরিত উক্ত নির্দেশিকায় ডিজিটাল কোরবানী পশু হাটে পশু ক্রয় বিক্রয় ও স্লটারিং সেবা সংক্রান্ত গাইডলাইন দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরন করে এবারের ডিজিটাল কোরবানি হাট বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে এটুআই-এর এর অনলাইন প্লাটফর্ম একশপ।

নির্দেশনায় জড়িত পক্ষসমূহের দায়দায়িত্ব ঠিক করে দেয়া হয়েছে। পশু ক্রয় ও বিক্রয়ের নিয়ম ঠিক করে দেয়া হয়েছে। পশু বিক্রির কি কি নিয়ম মানতে হবে কি কি তথ্য থাকতে হবে তা উল্লেখ করে দেয়া হয়েছে। এছাড়া গ্রাহককে সময়মতো কোরবানির পশু দিতে না পারলে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যব্যস্থা নেয়ার কথা বলা হয়েছে। তবে এই প্লাটফর্মে ই-ক্যাব এবং বিডিএফএ এর অনুমোদিত সদস্যর প্রতিষ্ঠান কেবল অংশ নিতে পারবে। এছাড়া জেলা প্রশাসকদের অনুমোদিত বিক্রেতারা তাদের পশু বিক্রি করতে পারবে। ক্রেতার নিরাপত্তার কথা বিবেচনা করে এ ধরনের রক্ষণশীল কৌশল রাখা হয়েছে।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, “এই হাট যেহেতু ঈদকেন্দ্রীক এবং এবার করোনামহামারীর প্রকোপও বেড়েছে। তাই আমরা চাই ক্রেতারা অনলাইন থেকে নিরাপদে পশু ক্রয় করুক। আমরা গতবার প্রান্তিক চাষীদের যুক্ত করলেও এবার যাচাই বাছাই করা কঠিন হবে তাই আমরা শুধু ভেরিফাইড বিক্রেতাদেরকে সুযোগ দিচ্ছি।”

ই-ক্যাবের জেনারেল সেক্রেটারী মোঃ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, “আমরা সরকারের এবং উত্তর সিটি কর্পোরেশন এর সহযোগিতা নিয়ে এটি গতবারের মতো সফল বাস্তবায়ন করতে চাই। তবে এবার আমরা ক্রেতা ও বিক্রেতার সংযোগ ঘটিয়ে দেবো। যাতে তারা আস্থার সহিত কেনাকাটা করতে পারেন। ক্রেতার আর্থিক নিরাপত্তা দিতে আমরা বাংলাদেশ ব্যাংকের সহায়তার সাময়িক ESCROW সেবা ব্যবহার করার চেষ্টা করছি।”

এই বিষয়ে আজ জুম অনলাইনে অংশী প্রতিষ্ঠানগুলোর একসভা অনুষ্ঠিত হয় রাত ৮টায়। এতে উপস্থিতি ছিলেন ডিএনসিসি মেয়র জনাব আতিকুল ইসলাম, ডব্লিও টি ও সেল এর মহাপরিচালক জনাব হাফিজুর রহমান, ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার। এছাড়া ডিএনসিসি, ই-ক্যাব ও বিডিএফএ এর উর্ধতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী রবিবার ডিজটাল কুরবানি হাট উদ্বোধন এর সম্ভাবনা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2515 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:30:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh