• হোম > ইউরোপ | প্রধান সংবাদ | রাজনীতি > ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা এম এ গণির ইন্তেকাল

ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা এম এ গণির ইন্তেকাল

  • বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১, ১৪:৫০
  • ১১৬৯

এম এ গণি

এন্টারপ্রেনার বাংলাদেশ রিপোর্টঃ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির উপদেষ্টা এম এ গণি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এম, এ গনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩ টার দিকে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আওয়ামী নেতা এম এ গণির মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁরা এম এ গনির মৃত্যুতে দেশ এবং প্রবাস রাজনীতির এক অপূরনীয় ক্ষতি হয়েছে বলে অভিমত প্রকাশ করেন। শোকবার্তা প্রেরণকারীদের মধ্যে রয়েছেন কামাল দেওয়ান কেডি বীর মুক্তিযোদ্ধা, ওয়াই প্লাটুন, অপারেশন ‘হিট অ্যান্ড রান’ এবং পরিচালক শিল্পকলা একাডেমী লন্ডন এর পরিচালক; এম.এ.ফারুক প্রিন্স সদস্য, কেন্দ্রীয় উপ-কমিটি যুব ও ক্রীড়া বাংলাদেশ আওমিলীগ; বজলুর রশিদ বুলু, চিফ কো-অর্ডিনেটর বঙ্গবন্ধু আন্তর্জাতিক রিসার্স সেন্টার,সভাপতি বেলজিয়াম আওয়ামী লীগ ; এমএ লিংকন মোল্লা সভাপতি, ডেনমার্ক আওয়ামী লীগ, রফিক খান, সাংগঠনিক সম্পাদক, আয়ারল্যান্ড আওয়ামী লীগ; খোকন হায়দার (বাশার), সাংগঠনিক সম্পাদক, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ; ফয়জুল্লাহ সিকদার সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়ারল্যান্ড ও জহির উদ্দিন জালাল (বিচ্চু জালাল) বীর মুক্তিযোদ্ধা এবং বাবুল ইসলাম, চেয়ারম্যান, এন্টারপ্রেনার বাংলাদেশ।

এ ছাড়াও আরও অনেকেই এম এ গণির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2400 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:29:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh