• হোম > এক্সক্লুসিভ | রাজনীতি | শরিয়তপুর > ভেদরগঞ্জ পৌরসভার প্রশাসনিক ভবন উদ্বোধন

ভেদরগঞ্জ পৌরসভার প্রশাসনিক ভবন উদ্বোধন

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২০, ১৩:২০
  • ১২৪১

পারভীন হক সিকদার এমপি

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত এবং শহীদ শেখ রাসেল এর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ভবনটি উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের গর্ব, বিশিষ্ট সমাজ সেবিকা মহিলা সংরক্ষিত আসনের এমপি পারভীন হক সিকদার।

আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান, পুলিশ সুপার (এসপি) এসএম আশ্রাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্যা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর আল নাসিফ, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌরভবন উদ্বোধন শেষে ভেদরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে অতিথিরা বক্তব্য রাখেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2309 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:56:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh