• হোম > এন্টারপ্রেনার | ডিজিটাল লাইফ > নিজস্ব ওয়েবসাইটে বাইরেও প্রায় ২ লক্ষ ডিজিটাল উদ্যোক্তা তৈরি হয়েছে

নিজস্ব ওয়েবসাইটে বাইরেও প্রায় ২ লক্ষ ডিজিটাল উদ্যোক্তা তৈরি হয়েছে

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৫
  • ৯৪৪

আসিফ আহনাফ

আসিফ আহনাফ
পরিচালক, ই- ক্যাব

নিজস্ব ওয়েবসাইটে বাইরেও প্রায় ২ লক্ষ ডিজিটাল উদ্যোক্তা তৈরি হয়েছে যারা sme এর থেকেও ছোট পরিসরে আছে যারা একক ভাবে বা ২-৩ জন মিলে উদ্যোগ গ্রহণ করেছেন।

ট্রেড লাইসেন্স না থাকায় তারা ব্যাংকিং লোন বা অন্যান্য সুযোগের বাহিরে।

আজকে BUILD এর পলিসি ওয়ার্কশপে আমি সুস্পষ্ট ভাবে তাদের দাবি গুলো তুলে ধরেছি এবং আরো কিছু প্রস্তাবনা এখানে তুলে ধরা হয়েছে যেমন:

১. ট্রেড লাইসেন্সের বাহিরে তাদের আলাদা ভাবে ইন্ডিপেন্ডেন্ট উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি দেওয়া যায়।
২. বা ট্রেড লাইসেন্স এর আওতায় আনতে চাইলেও ফি কোন ভাবেই ৫০০-১০০০ টাকার বেশি না হওয়া।
৩. আগামী ১০ বছর তাদের সকল টেক্স কিংবা ভ্যাটের থেকে বাহিরে রাখা।
৪. তাদের মোবাইল ব্যাংকিং বা ক্যাশ ট্রানজেকশন কেও ব্যাংকিং খাতের আওতায় ধরে, বিভিন্ন লোন ফ্যাসিলিটি সহজীকরণ।
৫. বিভিন্ন প্রকল্পের আওতায় এনে বিনামূল্যে ট্রেনিং প্রদান।
৬. অনলাইনে পেমেন্ট গ্রহন, লজিস্টিক সেবা, টেক সাপোর্ট সহজীকরণ।
৭. সরকারের স্টার্টআপ ফান্ডিং প্রকল্প থেকে ব্যবসা শুরুর প্রাথমিক মূলধন অনুদান হিসেবে প্রদান।
৮. তাদের জন্যে একটি ওয়ান স্টপ ই বিজনেস সাপোর্ট সেন্টার গড়ে তোলা।
৯. যারা দেশীয় পণ্যে নিয়ে কাজ করছেন তাদের উদ্বুদ্ধ করার জন্য প্রণোদনা এবং সুযোগ সুবিধা তৈরি করুন।

এছাড়াও আরো কিছু প্রস্তাবনা উঠে আসতে পারে, ই-ক্যাব থেকে ইন্ডিপেন্ডেন্ট ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের এই দাবি গুলো নিয়ে জোরালো ভূমিকায় কাজ করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2296 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:39:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh