• হোম > এক্সক্লুসিভ | মধ্যপ্রাচ্য > সৌদি রাজপুত্র আবদুল আজিজ আর নেই

সৌদি রাজপুত্র আবদুল আজিজ আর নেই

  • শনিবার, ১৫ আগস্ট ২০২০, ১৩:৪১
  • ৯৮৭

সৌদি রাজপুত্র আবদুল আজিজ

সৌদি আরবের রাজপুত্র আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ মৃত্যু বরণ করেছেন। গতকাল শুক্রবার সৌদি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি গেজেট। বার্তা সংস্থায় তথ্যমতে, আজ শনিবার সৌদির রাজধানী রিয়াদে রাজপুত্রের জানাজা হওয়ার সিদ্ধান্ত হবে।

এ যুবরাজ ১৯৯১ সাল থেকে সৌদি আরবের ন্যাশনাল গার্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন শুরু করেন। যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের উপদেষ্টা হিসেবেও কাজ করেন। ২০১১ সালে বাদশাহ আবদুল্লাহর পক্ষ থেকে উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৪ সালে সৌদি আরবের বাণিজ্যের উন্নতি-অগ্রগতির জন্য আবদুল আজিজ ‘সেন্টানিয়াল ফান্ড’বা শতবর্ষ তহবিল গঠন করেন। রিয়াদের বিখ্যাত কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়া ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেশন’-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, রাজপুত্র আবদুল আজিজ ১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জম্মগ্রহণ করেন। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। রাজকুমারী আয়েদা ফুস্তুক ছিলেন তাঁর মা। বৃটেনের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2188 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:31:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh